শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার

শাকিল খান | প্রকাশিত: ২৪ মে ২০২৩, ২৩:৩১

ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যের একটি বাসভবন থেকে শিশুসহ একই পরিবারের ৫ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কেরালার কান্নুর জেলার চেরুপুঝা এলাকার একটি বাসভবন থেকে আজ বুধবার তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতদের ভেতর তিন শিশু এবং এক দম্পতি রয়েছে। এই দম্পতি গত সপ্তাহে বিয়ে করেছেন। তবে, নিহত নারীর আগে একটি বিয়ে হয়েছিল। সন্তান তিনটি তার আগের সংসারের।

শিশুদের সিঁড়িতে এবং তাদের বাবা-মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে এলাকার বাসিন্দারা সকালে পুলিশকে খবর দেয়। এরপর স্থানীয়রা পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করা হয়।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top