শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড
শাকিল খান | প্রকাশিত: ৩১ মে ২০২৩, ২০:৪৭
প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। বুধবার (৩১ মে) নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। তবে এখনো সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলে - যার বেশিরভাগই জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত - ৬.২ মাত্রার একটি ভূমিকম্পের খবর দিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।
এদিকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ভূমিকম্প শহরের কোথাও আঘাত হানার কিংবা জানমালের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।