হুতি যোদ্ধাদের সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ১৮:৪৪

ফাইল ছবি: ইয়েমেনের হুতি আনসারুল্লাহ যোদ্ধা

ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত যোদ্ধাদের বিদেশী সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। ১২ জানুয়ারি সোমবার নাগাদ এই ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের একধিক সূত্র জানায়, সন্ত্রাসী আখ্যা দেয়ার মাধ্যমে হুতি আনসারুল্লাহকে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ তালিকা প্রকাশ হতে পারে সোমবার। ২০ জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পরই এটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা শুরুর পর তাদের বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তোলে ইরান সমর্থিত হুতি আনসারুল্লাহ। দীর্ঘ পাঁচ বছরের যুদ্ধে তারা রাজধানী সানা, গুরুত্বপূর্ণ দু’টি সমুদ্রবন্দর আল-হুদাইদাহ, এডেন-সহ দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এখনও ইয়েমেনে যুদ্ধ অব্যাহত রয়েছে। মাঝে মাঝেই হুতি অবস্থানে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। এ বাহিনীকে সার্বিক সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং পশ্চিমা দেশগুলো। অপরদিকে হুদি যোদ্ধাদের সমর্থন দিচ্ছে ইরান।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top