শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

তুষার ঝড়ের কবলে স্পেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ১৮:০০

ভয়াবহ তুষারঝড় ফিলোমেনার কবলে পড়েছে স্পেন। যা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় বলে মনে করা হচ্ছে। এ ঝড়ে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্পেনের রাজধানী মাদ্রিদে শনিবার (৯ জানুয়ারি) ঝড়ের কারণে গাড়িতে আটকে পড়েন প্রায় দেড় হাজার মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা।

এদিকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে এবং করোনার বিস্তাররোধে নাগরিকদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top