শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভারতে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২১, ২৩:৫৯

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যখন বিপর্যস্ত ভারত, তখন দেশটিতে দেখা দিয়েছে নতুন আতঙ্ক। গোটা ভারতেই বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এরিমধ্যে দেশটির নয়টি রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

উত্তরপ্রদেশ, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং গুজরাটে বার্ড ফ্লু শনাক্তের পর সর্বশেষ দিল্লি ও মহারাষ্ট্রেও সংক্রমণের খবর পাওয়া গেছে।

এনডিটিভি জানিয়েছে, ভারতে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ পাখি মৃত্যুর ঘটনা ঘটেছে হরিয়ানায়। গত কয়েক সপ্তাহে রাজ্যটিতে চার লাখেরও বেশি পাখি মারা গেছে। এমন অবস্থায় সতর্ক অবস্থানে আছে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড়।

বার্ড ফ্লু আদতে ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় একটি রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামক ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়। এই রোগটি পাখিদের সংক্রমিত করে।

পাখির মাধ্যমে এই রোগ সহজেই গৃহপালিত পাখিতেও সংক্রমিত হয়। পাখিরা খুব দ্রুত একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে বলে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এমন অবস্থায় পাখি থেকে এই রোগ কোনোভাবেই যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য রাজ্যগুলোকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top