ইউক্রেনের পেরভোমাইস্কি শহরে রাশিয়ার অতর্কিত হামলা, আহত ৪৩

রাজিউর রেহমান | প্রকাশিত: ৬ জুলাই ২০২৩, ০০:১০

ছবি: সংগৃহীত

ইউক্রেনের খারকিভ অঞ্চলের পেরভোমাইস্কিতে অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

টেলিভিশনের ফুটেজে দেখা যায়, লম্বা ফ্ল্যাটের একটি ব্লক থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এবং কাছাকাছি গাড়িতে আগুন জ্বলছে। ওই শহরের পুড়ে যাওয়া এবং ধ্বংস হয়ে যাওয়া গাড়ির ছবি শেয়ার করেছেন কিয়েভের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান।

আঞ্চলিক গভর্নর অলেহ সিনেহুবোভ বলেছেন, মঙ্গলবার (৪ জুলাই) স্থানীয় সময় ১টা ৩৫ মিনিট নাগাদ রাশিয়ান বাহিনী এ হামলা চালায়। শহরটিতে প্রায় ২৮ হাজার লোকের বাস এবং যুদ্ধের সম্মুখসারি থেকে বেশ দূরে।

এদিকে, মঙ্গলবার মস্কোতে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলার কারণে ভিনুকোভা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয় এবং বিদেশ থেকে আসা কিছু বিমানকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের হামলায় পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে। ভিনুকোভা বিমানবন্দর ছাড়াও মস্কোর আশপাশের আরও কয়েকটি অবকাঠামো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সব ড্রোনই আকাশে ধ্বংস করা হয়েছে এবং কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top