ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের উত্তরপ্রদেশ, ৩ দিনে মৃত্যু ৩৪ জনের

রাজিউর রেহমান | প্রকাশিত: ১১ জুলাই ২০২৩, ০২:১৪

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের কয়েকটি অংশে তিন দিন ধরে তুমুল বৃষ্টিপাতে বিপর্যয় দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৩৪ জন মারা গেছেন। বিগত কয়েক দশকের মধ্যে নয়াদিল্লিতে এটি ছিল সবচেয়ে বেশি বৃষ্টিপাতের ঘটনা। মৃত ৩৪ জনের মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১০ জন।

সোমবার (১০ জুলাই) রাজ্য সরকারের পরিসংখ্যানে বলা হয়েছে, নিহত ৩৪ জনের মধ্যে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। পানি ডুবে প্রাণ গেছে ১২ জনের। বাকি পাঁচ জনের মৃত্যু হয়েছে আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে।

এদিকে, নিহতদের পরিবারকে চারলাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের চিকিৎসা খরচ বহনের আশ্বাসও দেয়া হয়েছে।

দেশটির আবহাওয় অফিস বলছে, চলতি বর্ষার মৌসুমে উত্তরপ্রদেশে ১১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তার জেরে গঙ্গা, যমুনা, রামগঙ্গাসহ বিভিন্ন নদীর পানির স্তর বাড়ছে। নিচু এলাকাগুলোতে বাড়ছে জলাবদ্ধতা। রাজ্যটির ৭৫টি জেলার মধ্যে প্রায় ৬৮টি জেলাই ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়েছে।

এদিকে, দিল্লি ও গুড়গাঁওতে প্রবল বৃষ্টির কারণে অনেক রাস্তায় পানি জমে গেছে। শনি ও রোববার বেশ কয়েক ঘণ্টা ধরে একটানা বৃষ্টি হয়। বর্ষার শুরুতে রাজধানীর এই অবস্থা সচরাচর দেখা যায় না।

সোমবার দিল্লি ও গুড়গাঁওতে সব স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। দিল্লি সরকার বন্যা পরিস্থিতির দিকে নজর রাখার জন্য ১৬টি কন্ট্রোল রুম খুলেছে। হরিয়ানা থেকে যমুনায় এক লাখ কিউসেক জল ছাড়া হয়েছে। এর ফলে যমুনার ধারে নিচু এলাকা ভেসে গেছে।

রাজস্থান, পা়ঞ্জাব ও হরিয়ানাতেও নিচু এলাকাগুলো ডুবে গেছে। প্রবল বৃষ্টির ফলে পাঞ্জাবের লুধিয়ানায় সব স্কুল, অফিস বন্ধ রাখা হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top