বাইডেনকে মার্কিন আইন প্রণেতাদের আহবান
হুতিদের ’সন্ত্রাসী’ হিসেবে ট্রাম্প স্বীকৃতির বিপরীত অবস্থানে থাকুন
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ১৮:০০
ইয়েমেনে যুদ্ধরত ‘হুতি আনসারুল্লাহ’কে ’সন্ত্রাসী গ্রুপ’ হিসেবে স্বীকৃতির বিপরীত অবস্থানে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে থাকার আহবান জানিয়েছেন সে দেশের আইন প্রণেতারা।
সোমবার প্রকাশিক বিবৃতিতে এমন আহবান জানান যুক্তরাষ্ট্রের হাউজ অব ফরেন এফেয়ার্স কমিটি’র চেয়ারম্যান গ্রেগরী মিকস। তিনি বলেন, ’ট্রাম্প প্রশাসনকে এখনও শিখতে হবে। নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশের গৃহযুদ্ধের সমাধান পাওয়া যায়না’। এজন্য নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে, ট্রাম্প প্রশাসনের বিপরীতে থাকার আহবান জানান মার্কিন হাউজ অব ফরেন এফেয়ার্স কমিটি’র চেয়ারম্যান।
তার এ বিবৃতির আগে সোমবার দিনের শুরুতে ইয়েমেনে যুদ্ধরত ‘হুতি আনসারুল্লাহ’কে ’সন্ত্রাসী গ্রুপ’ হিসেবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও।
২০১৫ সালে ট্রাম্প প্রশাসনের সমর্থনে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। হামলার পর সৌদি-আমিরাত জোটের বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তোলে ইরান সমর্থিত হুতি আনসারুল্লাহ।
দীর্ঘ পাঁচ বছরের যুদ্ধে তারা রাজধানী সানা, গুরুত্বপূর্ণ দু’টি সমুদ্রবন্দর আল-হুদাইদাহ, এডেন-সহ দক্ষিণ ইয়েমেনের গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়।
এখনও ইয়েমেনে যুদ্ধ অব্যাহত রয়েছে। মাঝে মাঝেই হুতি অবস্থানে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী। এ বাহিনীকে সার্বিক সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং পশ্চিমা দেশগুলো। অপরদিকে হুতি যোদ্ধাদের সমর্থন দিচ্ছে ইরান।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: US lawmakers Joe Biden Donald Trump House Foreign Affairs Committee Gregory Meeks Yemen Houthi Mike Pompeo US হুতি আনসারুল্লাহ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাউজ অব ফরেন এফেয়ার্স কমিটি গ্রেগরী মিকস ইয়েমেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।