যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৪

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ২২:১৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা বলে জানানো হয়।

হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট বলেছেন, হত্যার অভিযোগে লংমোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি লংমোরকে সম্বোধন করে তিনি বলেন, ‘আপনি যেখানেই থাকুন, গর্তের ভেতর থাকলেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করব।’

হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসঙ্গে শোক পালন করব।’

এদিকে বন্দুক হামলার কারণ জানতে পারেনি পুলিশ। তবে নিহতদের কারও সাথে অভিযুক্ত লংমোর সম্পর্ক ছিল কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। এছাড়া লংমোরের গ্রেপ্তারে যেকোনো তথ্যের জন্য ১০ হাজার মার্কিন ডলার পুরষ্কারও ঘোষণা করা হয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top