• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সতর্ক করল এফবিআই

বাইডেনের শপথের দিনে সহিংসতার আশঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ১৭:২৮

জো বাইডেনের শপথকে সামনে রেখে মার্কিন প্রশাসনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডন্ট জো বাইডেনের শপথের দিনে সব রাজ্যে বিক্ষোভ হতে পারে। এমন আশংকা করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল বুরো অব ইনভেস্টিগেশন -এফবিআই’।

সংস্থাটির অভ্যন্তরীণ বুলেটিনে সতর্ক করে বলা হয়, আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ এবং অভিষেকের সময় ৫০টি রাজ্যেই অস্ত্র নিয়ে বিক্ষোভ হতে পারে। শুধু ওই সময়ে নয়, বিক্ষোভ শুরু হয়ে যেতে পারে চলতি সপ্তাহেই। এফবিআই-এর সতর্কতায় ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে মার্কিন প্রশাসন।

এমন অবস্থায় রাজধানী ওয়াশিংটনে জরুরী অবস্থা জারির অনুমোদন দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন্দ্রীয় সহযোগি সংস্থাকে জরুরী অবস্থায় দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস থেকে প্রাকাশিত এক বিবৃতিতে এ  কথা জানান  হয়।

এদিকে ক্যাপিটল তাণ্ডবের সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিতে দেরি হওয়ার নিন্দা করেছে মার্কিন সিনেটররা।

সিনেটর ক্রিস মরফি, কির্সটেন  গিলিব্রান্ড এবং মার্টিন হেনিরিচ চিঠি পাঠান প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলারের কাছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে দেরি হওয়ার কারণ এবং কি কি পদক্ষেপ নেয়া দরকার ছিল, তা  জানতে চাওয়া হয়।

আগামী ২০ জানুয়ারি নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাডেনের শপথ নেয়ার কথা। তার শপথ এবং ট্রাম্পের হোইট হাউস প্রস্থান নিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে সারা যুক্তরাষ্ট্রে।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top