করোনা মহামারীর প্রভাব
মালয়েশিয়ায় জরুরী অবস্থা জারি
ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২১, ২১:২৫
কোভিড-১৯ বা করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জরুরী অবস্থা জারি করেছে মালয়েশিয়া। রাজার বরাত দিয়ে এক ঘোষণায় বলা হয়, নতুন করে শুরু হয়েছে করোনা মহামারি। লক ডাউনে চলে গেছে হাজার হাজার মানুষ। তাই জনস্বাস্থ্য বিবেচনায় জারি করা হয়েছে এই জরুরী অবস্থা।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে দেয়া টেলিভিশন বক্তব্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, 'জরুরী অবস্থা জারি থাকায় জাতীয় পার্লামেন্ট স্থগিত থাকবে। পাশাপাশি সদস্যদের পদও স্থগিত থাকবে এবং লকডাউনে নির্বাচন আয়োজন সম্ভব হবেনা। তবে দেশের কর্মকান্ড সচল রাখতে কারফিউ দেয়া হবে না।'
এর আগে সোমবার (১১ জানুয়ারি) মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদের সাথে বৈঠক করে মধ্যরাতে দু’সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। যা ২৬ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে।
এনএফ৭১/জুআসা/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।