ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড
শাকিল খান | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৩, ২৩:০১
পাকিস্তানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রাষ্ট্রীয় উপহার বিক্রি করে অর্জিত অর্থ আত্মসাৎ করায় তাকে দোষী সাব্যস্ত করেছেন ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৫ আগস্ট) তোশাখানা মামলায় প্রধান ইমরান খানকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের একটি আদালত এই রায় দেন।
আদালতের রায়ে বলা হয়েছে, ইমরান খান ইচ্ছাকৃতভাবে ইসিপিতে (তোশাখানা উপহারের) জাল বিবরণ জমা দিয়েছেন। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তাকে নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে ৩ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলো। এ ছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে।
কারাদণ্ডাদেশ ঘোষণা করে বিচারক তাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন। তার আইনজীবী ইন্তাজার হুসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে লাহোরে তার বাড়ি থেকে কারা হেফাজতে নেয়া হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।