হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৫৩, নিখোঁজ ১০০০
রাজিউর রাহমান | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৩, ২৩:৩৭
হাওয়াইর মাউই দ্বীপে দাবানলে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১ হাজারের বেশি মানুষ। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে ১ হাজারেরও বেশি দালান। কর্তৃপক্ষের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।
এএফপির খবরে বলা হয়, আগুনের শিখা এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মানুষ নিরাপদে যাওয়ার সময় পায়নি। অনেকে রাস্তায় আটকে পড়েছিল। অনেকে আবার পালানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল।
রাজ্যের গভর্নর জোশ গ্রিন বলেন, ‘হাওয়াই যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর এমন একটা বিপর্যয় ঘটেছিল। ১৯৬০ সালে বিগ আইল্যান্ডের মধ্য দিয়ে একটি বড় ঢেউ এলে ৬১ জনের প্রাণহানি হয়েছিল।’
তিনি বলেন, ‘এবার খুব সম্ভবত মৃত্যুর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।