ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু হামলা, শিশুসহ নিহত ৭

শাকিল খান | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৩, ২০:৩৭

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউক্রেনে রুশ সেনাদের গুলিতে সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বযসী এক শিশু ও তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

গত বছরের নভেম্বরে রুশ দখলে যাওয়া খেরসনের একটি অংশ পুনরুদ্ধারের দাবি করে কিয়েভ। তবে ক্রেমলিনের সেনাবাহিনী এতে একের পর এক হামলা চালিয়েছে যাচ্ছে। গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেছেন, শিরোকা বাল্কা গ্রামে হামলায় এক দম্পতি, তাদের ২২ দিনের শিশু এবং আরও একজন নিহত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘শুধু খেরসনে রাশিয়ান গোলাবর্ষণের ১৭টি তথ্য রয়েছে এবং এর বাইরেও অনেক জায়গায় তারা গুলি চালিয়েছে। আমরা রাশিয়ার কোনো অপরাধকে এমনিতেই ছেড়ে দেব না।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৩৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top