নাইজারে সন্ত্রাসী হামলায় ১৭ সৈন্য নিহত
শাকিল খান | প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৩, ১৯:৩৬
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৭ সৈন্য নিহত হয়েছেন। মালি সীমান্তের কাছে হামলার এই ঘটনায় নাইজারের আরও ২০ সৈন্য আহত হয়েছেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে প্রকাশিত বিবৃতি অনুসারে, নাইজেরান সশস্ত্র বাহিনীর (এফএএন) একটি বিচ্ছিন্ন দল বনি এবং তোরোদির মধ্যে কাউতুগু শহরের কাছে সন্ত্রাসী হামলার শিকার হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার পর পাল্টা হামলা চালানো হয়। এতে শতাধিক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়। এ সময় প্রায় ৫০টি মোটর সাইকেল ধ্বংস হয়। এদিকে নিহত সেনা সদস্যদের জন্য শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সরকার।
গত এক দশকে মধ্য মালি, উত্তর বুরকিনা ফাসো এবং পশ্চিম নাইজারের মধ্যবর্তী সীমান্ত এলাকার সাহেল অঞ্চল আল-কায়েদা এবং আইএসআইএল (আইএসআইএস) এর সাথে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।