না ফেরার দেশে ‘মেম আইকন’, চোখের জলে প্রিয় কুকুরকে বিদায়

রাজিউর রাহমান | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৩, ২৩:৫৯

ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে অতি পরিচিত কুকুর ‘বলটজ’ ওরফে ‘চিমস’। শুক্রবার অস্ত্রোপচারের সময় সে না ফেরার দেশে চরে যায়। ৬ মাস ধরে ক্যানসারে ভুগছিল চিমস।

কখনও চোখের ইশারায়, আবার কখনও নিষ্পাপ হাসির মুখ। করোনার সময়ে যখন সোশ্যাল মিডিয়াতেই খানিকটা আনন্দের রসদ খুঁজত মানুষ, ঠিক তখনই নেটদুনিয়ায় ঝড় তুলেছিল 'চিমস' ওরফে বলটজ। রাতারাতি হয়ে উঠেছিল মেম আইকন।

শিবা ইনু জাতের কুকুর ছিল সে। তার গোল মুখ, সঙ্গে অদ্ভুত হাসি কোটি কোটি মানুষের মন জয় করেছিল। মূলত তার সত্যিকারের ছবি থেকে, অ্যানিমেটেড একটি ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রাম পোস্টে কুকুরটির মালিক লেখেন, চিমসের মৃত্যুতে আপনারা কেউ মন খারাপ করবেন না। বরং মনে করুন, সে আমাদের প্রত্যেককে কতটা আনন্দ দিয়েছে। কীভাবে সে করোনাকালে মানুষের মন ভালো রাখতে সাহায্য করেছে। বলটজ আকাশে নতুন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেখানেও নিশ্চয়ই ভালো ভালো খাবার খাচ্ছে।

গত ৬ মাস ধরে ক্যানসারে ভুগছিল চিমস। শেষ পর্যন্ত তার অস্ত্রোপচারের কথা ভাবা হয়। আর সেই টেবিলেই চিরনিদ্রায় ঢোলে পড়ে সে। যদিও এর আগে তাকে কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা দেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু সবকিছুরই অনেকে দেরি হয়ে গিয়েছিল। তাই শেষ পর্যন্ত অস্ত্রোপারের সিদ্ধান্ত নেন পশু চিকৎসকরা। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না চিমসের।

এদিকে, চিমসের মৃত্যুতে শোকের প্রতিক্রিয়ায় ভাসছে নেট দুনিয়ায়। প্রিয় মেম কুকুরের মৃত্যুতে শোক জানিয়েছেন নেটিজেনরা। অধিকাংশই করোনাকালে বিনোদনলাভে চিমসের অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকে।

কেউ বলেছেন, 'আমার চোখের জল ধরে রাখার চেষ্টা করছি।' আরেকজন লিখেছেন, 'বলটজ সত্যি আমার জীবন বদলে দিয়েছে।'

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top