মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ তৈরি করল ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ২১:০৩

ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নৌ বাহিনীর বিশাল জাহাজ মাকরান

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে দেশেই সামরিক জাহাজ তৈরি করল ইরান। দেশটির নৌ বাহিনীতে এটিই সবচেয়ে বড় জাহাজ। এর নাম দেয়া হয়েছে মাকরান। যুদ্ধ বা সমুদ্র অভিযানে বাহিনীকে সামগ্রিক সহযোগিতা করতে ব্যবহার করা হবে জাহাজটি।

১৩ জানুয়ারি বুধবার, আনুষ্ঠানিকভাবে ইরানি নৌবাহিনীতে যুক্ত হচ্ছে মাকরান নামের জাহাজটি। এতে রয়েছে বিভিন্ন সুবিধা। জাহাজটির ডেকে হেলিকপ্টার, গানশিপ এবং ড্রোন সহজেই ওঠানামা করতে পারবে। পাশাপাশি নৌবাহিনীর জন্য হোভারক্রাফট এবং বিভিন্ন নৌযান বহনের সক্ষমতা রয়েছে মাকরানের। উত্তাল সমুদ্রে চরম প্রতিকূল অবস্থায়ও  অভিযান চালাতে পারে ইরানী নৌ-বাহিনীর এই জাহাজ।

ভারত মহাসাগরের উত্তর এলাকা, এডেন উপসাগর বা লোহিত সাগরে অভিযানের সময় মাকরান খুব সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং সেনাবাহিনীর চিফ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। এ জাহাজকে ভ্রাম্যমান বন্দর হিসেবে অভিহিত করেন সামরিক বাহিনীর কর্মকর্তারা।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top