শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

অভিশংসন প্রক্রিয়াকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিল ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ১৯:০৬

অভিশংসন প্রক্রিয়াকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিল ট্রাম্প

সহিংসতা উস্কে দেয়ার অভিযোগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসনের যে প্রস্তাব আনতে যাচ্ছে ডেমোক্র্যাটরা, সেটি তিনি 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছেন।

ট্রাম্প মনে করেন, মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তারা পুরোপুরি ঠিক আছে।

বিবিসির প্রকাশিত খবর এর মাধ্যমে জানা যায়, আগামী ২০শে জানুয়ারি তিনি ক্ষমতা থেকে সরে যাবেন, যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন। প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার (১৩ জানুয়ারি) ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প বলছেন, আমি মনে করি এটা আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভের তৈরি করবে। আমি কোন সহিংসতা চাই না।'

ক্যাপিটাল হিলে দাঙ্গার পরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ডোনাল্ড ট্রাম্প।

প্রসঙ্গত, ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা সৃষ্টির অভিযোগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে অভিশংসিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেনেটে শুনানির পর অভিশংসন থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top