মধ্যরাতে সিরিয়ায় হামলা ইসরাইলের, নিহত ১৬

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১, ২১:৩০

ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলা

ইরাক সীমান্তের কাছে সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার দিনগত রাতে এ হামলা চালায় ফিলিস্তিন দখলকারী দেশটি। সিরিয়ার বার্তা সংস্থা সানা হামলার খবর দিলেও, কোন ক্ষয়ক্ষতি জানাতে পারেনি।

সংবাদ সংস্থাটি জানায়, দেইর  আল জোহর এবং আল-বুকামাল শহরে চালানো হয়েছে এই হামলা। রাত ১টা ১০ মিনিটের দিকে বিমান থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইসরাইল। বিভিন্ন স্থাপনায় ১৮ বারের বেশি হামলায় নিহত হয় কমপক্ষে ১৬ জন। এদের মধ্যে ৫ জন সৈনিক এবং ১১ জন সহায়ক যোদ্ধা। 

সিরিয়ায় আইএস পরাজিত হওয়ার পর ধারাবাহিকভাবে বিমান ও ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে ফিলিস্তিন দখলদার ইসরাইল।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top