ভারতের মিজোরামে রেলসেতু ধসে নিহত ১৭

শাকিল খান | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৩, ২০:১৯

ছবি: সংগৃহীত

ভারতের মিজোরাম রাজ্যে নির্মাণাধীন একটি রেলসেতু ধসে অন্তত ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাজ্যটির রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

নির্মাণকাজ চলার সময় আচমকা রেলসেতুর একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। ১৭ জনের মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে।

রেলসেতুটির মাধ্যমে দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করা হচ্ছিল। সমতলের সঙ্গে পাহাড়ি এলাকার দূরত্ব কমাতে এই উদ্যোগ। দুর্ঘটনাস্থলের একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গেছে, চার-পাঁচটি খাম্বা দাঁড়িয়ে আছে। মাঝে ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে। অপর অংশটি অক্ষত অবস্থায় রয়েছে।

রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সব রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ ছিল। এটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিল। বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেতুর পিয়ারের উচ্চতা ১০৪ মিটার ছিল।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top