রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফ্রান্সের স্কুলে এবার নিষিদ্ধ হচ্ছে আবায়া

শাকিল খান | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৩, ২০:১৯

ছবি: সংগৃহীত

আবায়া হলো পুরো শরীর ঢাকা ঢিলেঢালা পোশাক, যা ফ্রান্সের স্কুলেও মুসলিম মেয়েরা পরেন। এবার সেই আবায়া নিষিদ্ধ করছে শিক্ষা বিভাগ।

রবিবার (২৭ আগস্ট) ফ্রান্সের শিক্ষামন্ত্রী একটি সাক্ষাৎকারে আবায়া নিষিদ্ধ করার কথা জানিয়েছেন। তিনি বলেন, যখন কেউ ক্লাসে ঢুকছে, তখন পোশাক দেখে তাদের ধর্ম জেনে যাওয়ার কোনো দরকার নেই।

২০০৪ সালে দেশটির স্কুলে মাথায় স্কার্ফ পরায় নিষিদ্ধ হয়েছিল এবং ২০১০ সালে প্রকাশ্যে বোরকা পরে মুখ ঢেকে চলায় একই ব্যবস্থা নেওয়া হয়। ফলে দেশটির ৫০ লাখ মুসলিম সম্প্রদায়ের লোকজন চরম ক্ষোভ প্রকাশ করেছিল।

এবার আবায়া নিষিদ্ধের বিষয়ে ফরাসি শিক্ষামন্ত্রী গ্যাবরিয়েল আতাল একটি সম্প্রচারমাধ্যমকে বলেছেন, ‘আবায়া কোনও স্কুলে পরে যাওয়া যাবে না। কারণ আপনি যখন শ্রেণিকক্ষে যাবেন তখন শিশুদের দেখেই ধর্ম শনাক্ত করতে পারবেন না।’

ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বড় ক্রস, ইহুদিদের কিপ্পাস বা মুসলিমদের স্কার্ফ পরা অনুমোদন করে না। দেশটিতে ১৯ শতক থেকেই সরকারি স্কুলগুলোতে ধর্মীয় প্রতীক ব্যবহার করার ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top