কঙ্গোতে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ১৪
শাকিল খান | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৩, ২০:৪০
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে গির্জায় সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে। গত রবিবার দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত একটি গির্জায় এ ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়, গত রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে গির্জায় সন্ত্রাসীরা হামলা করে। এসময় বহু মানুষ সেখানে প্রার্থনা করছিলেন। প্রার্থনারতদের ওপর মিলিশিয়া হামলার পর অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
ডজুগু অঞ্চলের প্রশাসক রুফিন মাপেলা এবং নাগরিক সমাজের নেতা ডিউডোন লোসা বলেছেন, দ্য কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব কঙ্গো (কোডেকো) গ্রুপ এই হামলার পেছনে রয়েছে। নিহত ১৪ জনের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক, ৪ জন হামলাকারী এবং একজন সৈন্য রয়েছেন।
কঙ্গোর খনিজ-সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় ভূখণ্ড ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে মিলিশিয়ারা। এতে গত এক দশকে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
বিষয়: আফ্রিকা কঙ্গো সন্ত্রাসী newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।