জোহানেসবার্গে বহুতল ভবনে আগুন, নিহত ৬৩
শাকিল খান | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৩, ২২:০৬
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৩ জন নিহত এবং ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে ৬৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। অভিযান চলছে এবং অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। আরও লোক ভেতরে আটকা পড়ে থাকতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভেতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। তবে শহরের কেন্দ্রস্থলে কালো হয়ে যাওয়া ভবনের জানালা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। কিছু মানুষ জানালার বাইরে চাদর এবং অন্যান্য সামগ্রীর স্ট্রিংগুলিও ঝুলছে।
বিষয়: জোহানেসবার্গ অগ্নিকাণ্ড নিহত আহত newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।