আত্মঘাতী বোমা হামলায় ৯ পাকিস্তানি সেনা নিহত

শাকিল খান | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার জানি খেল এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। হামলাকারী মোটরসাইকেল আরোহী ওই পথ দিয়ে যাওয়া সেনাবহরের ওপর এই হামলা চালান।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মোটরসাইকেলে চড়ে এক আত্মঘাতী হামলাকারী তাঁদের বহরে হামলা চালান। আফগানিস্তান সীমান্তের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা কম থাকায় এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপের আস্তানা হয়ে উঠেছে। এ অঞ্চলে জঙ্গি সংগঠন তেহরিক-ই- তালেবান পাকিস্তানের (টিটিপি) তৎপরতা বেশি।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

পাকিস্তানের দুর্গম সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার আস্তানা। গত কয়েক বছরে এই অঞ্চলে হামলা বেড়েছে। গত মাসে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৬০ জনেরও বেশি লোক নিহত হন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top