তাইওয়ানে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হাইকুই
শাকিল খান | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:২৭
চার বছর পর আবার ঘূর্ণিঝড় আছড়ে পড়লো তাইওয়ানে। রবিবার তাইওয়ানের পূর্ব তটভূমিতে আছড়ে পড়ে হাইকুই।
সিএনএন জানিয়েছে, গতকাল (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে তাইওয়ানের দক্ষিণ-পূর্ব উপকূলীয় জনপদ ডোংহেতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হাইকুই। ঘূর্ণিঝড়ের কারণে দেশটিতে কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে। এছাড়াও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি।
হাইকুই আছড়ে পড়ার আগেই চার হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, সেই জায়গাটা মূলত পাহাড়ি এলাকা। সেখানে মানুষের বসবাস কম। তাও মানুষকে পাহাড়ের দিকে না যাওয়ার আবেদন করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।
সেই সঙ্গে দুইশটি বিমানের ফ্লাইট বাতিল করেছে তাইওয়ান। স্কুল ও কলেজের ছুটি দেওয়া হয়েছে। অফিসও একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার হংকং ও দক্ষিণ চীনে ঘূর্ণিঝড় সাওলা আছড়ে পড়ে। তার তুলনায় হাইকুই কম শক্তির। তাইওয়ান পেরিয়ে এই ঝড় চীনে ঢোকার কথা।
বিষয়: ঘূর্ণিঝড় তাইওয়ান সাওলা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।