করোনায় আক্রান্ত হলেন জিল বাইডেন

ফারহানা মির্জা | প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৫

ছবি : সংগৃহিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তার শরীরে ভাইরাসটির মৃদু লক্ষণ দেখা গেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষা করা হলেও তাতে নেগেটিভ হয়েছেন তিনি।

৭২ বছর বয়সী জিল বাইডেন এর আগে গত বছরের আগস্টেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অন্যদিকে জো বাইডেন গত বছরের জুলাইয়ে কোভিড পজিটিভ হন।
এছাড়া স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর সোমবার সন্ধ্যায় ডেলাওয়্যার থেকে জো বাইডেন একাই ফিরে আসেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top