ক্যাপিটল তান্ডবের ঘটনা

এবার ট্রাম্পকে ইমপিচ করল মার্কিন হাউসের নিম্নকক্ষ

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১, ১৬:৫৪

সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে এবার মার্কিন হাউস নিম্নকক্ষ প্রতিনিধিদের কাছে ইমপিচড হলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাবে বুধবার রাতে ভোটে অংশ নেন মার্কিন হাউস নিম্নকক্ষের প্রতিনিধিরা।

মার্কিন হাউস নিম্নকক্ষে ৪৩৫ সদস্যের মধ্যে ভোট দেন ৪২৯ জন। ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি রিপাবলিকান ১০ সদস্যও ভোট দেন ট্রাম্পের বিপক্ষে। এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। ফলে ২৩২ ভোটে জয়ী হয় ট্রাম্পকে ইমপিচ করার প্রস্তাব। প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ ট্রম্পের পক্ষে ভোট পড়ে ১৯৭টি। এদিকে ভোট দেয়ায় বিরত বা অনুপস্থিত ছিলেন ৫ সদস্য।

নিম্নকক্ষে ইমপিচমেন্টের ফলে উচ্চকক্ষে বিচারের মুখোমুখি হতে হবে ট্রাম্পকে। তবে ট্রাম্পের বিদায়ের আগে এ ধরণের উদ্যোগ সম্ভব নয়। কারণ মার্কিন হাউসের উচ্চকক্ষ রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। এদিকে, বাইডেন ক্ষমতা নেয়ার পর সিনেটে ভোটের আয়োজন হতে পারে। এখানে ট্রাম্পের বিপক্ষ জিতলে আজীবনের জন্য প্রেসিডেন্ট নির্বাচনে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প।

আগামী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে নিজের ইচ্ছার কথা একাধিকবার জানিয়েছেন ট্রাম্প। চলতি জানুয়ারির মাসের ২০ তারিখে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে। ২০২০ সালের ৩ নভেম্বর, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডো বাইডনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top