মেয়াদ শেষের আগ মুহুর্তে ইরানের বিরুদ্ধ নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন।

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২১, ১৭:১৮

হঠাৎ করে ইরানের দু’টি ফাউন্ডেশনকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ট্রাম্প প্রশাসরে পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে ফাউন্ডেশন দু’টি এবং তাদের সহযোগি প্রতিষ্ঠানের সাথে লেনদেনকারীরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞায়, ইরানের ফাউন্ডেশন দুটি’র নেতা এবং এর সহযোগিদের সম্পদ জব্দ করার কথা জানান হয়। শুধু তাই নয়, ফাউন্ডেশনের সাথে লেনদেনকারীদের বিরুদ্ধেও দেয়া হবে নিষেধাজ্ঞা।

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া ফাউন্ডেশন দুটি ইরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর একটি হলো- ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা। অন্যটি হচ্ছে, ইরানের ধর্মী নেতা ইমাম রেজা ‘র মাযার ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত আস্তান কুদস রাজাভি।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হবে ২০ জানুয়ারি। প্রায় এক সপ্তাহেরও কম সময় হাতে থাকলেও, ইরানের বিরুদ্ধে কঠোর হতে কার্পণ্য করেনি ট্রাম্প প্রশাসন।

 

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top