সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

পরিবারের সামনেই ধর্ষণের শিকার ৩ নারী

শাকিল খান | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৪

ছবি: সংগৃহীত

পরিবারের সদস্যদের সামনে তিন নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে।

বুধবার রাতে হরিয়ানার পানিপথে দুর্বৃত্তরা ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। এরপর ওই তিন নারীকে তাদের বাড়িতে টেনে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের দঁড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর পরিবারের সদস্যদের সামনেই তিন নারীকে ধর্ষণ করা হয়। টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্রও লুট করে দুর্বৃত্তরা।

পুলিশ জানিয়েছে, একই গ্রামে আরেকটি ঘটনা বুধবার গভীর রাতে ঘটেছিল। এক বাড়িতে ঢুকে অসুস্থ নারীর উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। পরে আহত নারীর মৃত্যু হয়। এ সময় তার স্বামী আহত হন। এই ঘটনাটি ঘটে গণধর্ষণের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে।  

পুলিশের ধারণা করছে দুটি ঘটনার পেছনে একই ব্যক্তিরা দায়ী। পানিপথের মাতলাউদা পুলিশ থানার স্টেশন হাউস অফিসার বিজয় বলেন, দুটি ঘটনা একই গ্রামে ঘটেছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top