আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প
শাকিল খান | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৬:০৬
আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ নিয়ে বিগত সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হেরাত শহরের ২৯ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর আগে, স্থানীয় সময় শনিবার (৭ অক্টোবর) সকালে দেশটির হেরাত শহরে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পর আরও চারটি বড় ধরনের আফটারশক হয়। এতে এখন পর্যন্ত ২ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। ভূমিকম্পে এক হাজার ৩২০টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ১২টি গ্রামে ৬০০ বাড়ি পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতির শিকার হয়েছে।
বিষয়: আফগানিস্তান ভূমিকম্প newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।