হামাস-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় নিহত ২১০০

শাকিল খান | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩, ১৭:১১

ছবি: সংগৃহীত

টানা চার দিন পেরিয়ে পঞ্চম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এত করে দীর্ঘ হচ্ছে হতাহতের সংখ্যা। বাড়ছে হামলা-পাল্টা হামলার পদক্ষেপও। এরইমধ্যে যুদ্ধে উভপক্ষের অন্তত ২১০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

নিহতদের মধ্যে ফিলিস্তিনির সংখ্যা ৯৭৩ জন। এর মধ্যে ইসরায়েলের হামলায় গাজায় ৯৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর পশ্চিমতীরে ২৩ জন। একই সঙ্গে গাজা ও পশ্চিমতীরে যথাক্রমে আহতের সংখ্যা ৫ হাজার ও ১৩০ জন।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ৭ জন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top