ইসরায়েল তুমি একা নও
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন
রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১৮:২০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বাইডেন তার ওভাল অফিসে স্থানীয় সময় রাত ৮টায় এ ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্টরা জাতীয় গুরুত্বপূর্ণ মুহূর্তে এ অফিস থেকেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। এটা যুক্তরাষ্ট্রের একটি ঐতিহ্য।প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘আগামীকাল প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলের ওপর হামাসের হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সহিংস যুদ্ধের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন।’
গাজায় ক্রমাগত আক্রমণের মধ্যেই বুধবার তেল আবিব সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর সংহতি প্রকাশের জন্য ইসরাইল সফর থেকে ফিরে আসার এক দিন পরই তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করা হচ্ছে। কারণ, যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল সফর করছেন।
মার্কিন প্রেসিডেন্ট এদিন আরও বলেছেন, ইসরায়েল একা নয়, যুক্তরাষ্ট্র অন্ধকার সময়ে ইসরায়েলের পাশে থাকবে। ইসরায়েল আজ, আগামী এবং চিরদিনের জন্য নিরাপদ ইহুদি এবং গণতান্ত্রিক দেশ থাকবে। যারা শান্তির জন্য কাজ করছেন সৃষ্টিকর্তা তাদের রক্ষা করুন। সেইসঙ্গে যারা খারাপ পথে আছে তাদেরও রক্ষা করুন।
টানা ১২ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এ নিয়ে এখন পর্যন্ত উভয়পক্ষে নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ১০ হাজারের বেশি। ইসরায়েলকে শুরু থেকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে দেশটি ইসরায়েলের নিরাপত্তা জোরদারে দুইটি রণতরী পাঠিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।