সিরিয়ার ২ বিমানবন্দরে ইসরায়েলের হামলা

শাকিল খান | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩, ১৭:২৫

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলার ফলে চলতি মাসে বেশ কয়েকবার সিরিয়ার রাজধানী দামেস্ক ও উত্তরের শহর আলেপ্পোয় উড়োজাহাজ চলাচল বিঘ্নিত হয়। আজ দ্বিতীয়বারের মতো দুই বিমানবন্দরে একইসঙ্গে হামলা চালানো হয়।

হামলার শিকার দুই বিমানবন্দর হচ্ছে দামেস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও আলেপ্পো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুটি বিমানবন্দরই বন্ধ আছে। এক সামরিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে দামেস্ক ও আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে একজন নিহত ও একজন আহত হন। ক্ষতিগ্রস্ত হওয়া দুটি বিমাবন্দরই এখন বন্ধ রয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top