যুক্তরাষ্ট্রের লিউস্টনে ভয়াবহ বন্দুক হামলায় নিহত ২২

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩, ১১:১৮

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে এ ঘটনা ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বার এবং ওয়ালমার্টের ডিসট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও ঠিক কতজন হতাহত হয়েছে, এখন পর্যন্ত তা স্পষ্ট নয়।

লিউইস্টন পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে তারা চিহ্নিত করেছে। তিনি বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দুটি বন্দুক হামলার সাথে জড়িত রয়েছেন। হামলাকারীকে আটক করতে না পারার কারণে ফের হামলার আশঙ্কা রয়েছে।

এদিকে, গোলাগুলির ঘটনার পর এবং হামলাকারী পলাতক থাকায় লিউইস্টনের আশপাশের শহরেও সতর্কতা জারি করা এবং বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে।

হামলাকারীকে ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বোস্টন কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে হামলার তদন্তে যেকোনো সহায়তা করতে প্রস্তুত রয়েছে তারা।

ভিডিওতে দেখা যায়, বন্দুকহামলার পর আতঙ্কিত মানুষজন রাস্তায় ছোটাছুটি করছেন। সিএনএন জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ থেকে ৬০ জন মানুষ।

হোয়াইট হাউজ জানিয়েছে, লুইস্টনে বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। লিউইস্টন শহরের অবস্থান পোর্টল্যান্ড থেকে প্রায় ৩৬ মাইল উত্তরে। যা রাজ্যটির দ্বিতীয় বৃহত্তম জনপ্রিয় শহর।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top