ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র মহড়া
শক্তি দেখাল দুই মার্কিন বিদ্বেষী দেশ
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ০০:৫৬
নৌ মহড়ায় ক্রুজ ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইরান। ওমান সাগরে দু’দিনের মহড়ায় নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাতের মাধ্যমে ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালান হয়। পারস্য উপসাগরে অবস্থানকারী ইরানের কয়েকটি যুদ্ধ জাহাজ থেকে বিভিন্ন ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়। এর পাশাপাশি দেশটির সমুদ্র উপকূল থেকেও ছোঁড়া হয় ক্ষেপনাস্ত্র।
নৌ মহড়া সম্পর্কে ইরানী নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল হামজাহ আলী কাভিয়ানি জানান, ক্রুজ ক্ষেপনাস্ত্রে ভাল সক্ষমতা অর্জন করেছেন ইরান। নৌবাহিনীর কাছে বিভিন্ন পাল্লার বিপুল পরিমান ক্ষেপনাস্ত্র রয়েছে, যা ইরানকে কার্যকর শক্তিতে পারিণত করেছে।
এদিকে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার নতুন ক্ষেপনাস্ত্র প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের আরেক বিদ্বেষী উত্তর কোরিয়া। এ ধরণের ক্ষেপনাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলে দাবি করে দেশটির গণমাধ্যমগুলো। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে চারটি বড় আকারের ক্ষেপনাস্ত্র দেখা যায়। এর আগে এমন সমরাস্ত্র দেখা যায়নি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
এনএফ৭১/জুআসা/২০২১
বিষয়: উত্তর কোরিয়া ক্ষেপনাস্ত্র সাবমেরিন ইরান ওমান সাগর পারস্য উপসাগর North Korea Missile Drill Show Sub-Marine Iran Iran Navy Persian Sea USA
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।