তিন সপ্তাহে গাজায় নিহত ২৯ সাংবাদিক
ফারহানা মির্জা | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৩, ১৫:৫০
গাজায় যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গেলো তিন সপ্তাহে সাংবাদিক নিহত হয়েছেন অন্তত ২৯ জন।নিহত এই সাংবাদিকদের মধ্যে ২৪ জন ফিলিস্তিনের, চার জন ইসরাইলের এবং একজন লেবাননের নাগরিক।
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করা মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) শনিবার এক বিবৃতিতে এই তথ্য দিয়েছেন। এদিকে, গেলো শুক্রবার রাতে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর মুহুর্মুহু গোলা বর্ষণে গাজার ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সিপিজে।
বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় একদিকে সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। অন্যদিকে গাজায় সংবাদ সংগ্রহে ব্যস্ত প্রতিনিধিরাও তাদের সংবাদ নিউজ স্টেশনে পাঠাতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন। ফলে, গাজায় হালনাগাদ পরিস্থিতি সম্পর্কিত তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছাতে পারছে না।’
গেলো ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় সীমান্ত ইরেজ ক্রসিংয়ে অতর্কিত হামলা চালিয়ে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে কয়েক শ প্রশিক্ষিত হামাস যোদ্ধা। ঢোকার পর সেখানে কয়েক শ বেসামরিক মানুষকে হত্যার পাশাপাশি ২২০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবেও ধরে নিয়ে যায় তারা। এই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় বিমান অভিযান পরিচালনা শুরু করে ইসরাইলের বিমান বাহিনী, যা এখনো চলছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।