ইন্দোনেশিয়া কাঁপল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে
ফারহানা মির্জা | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩, ১৩:১১
ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।আজ বৃহস্পতিবার এই ভূমিকম্প আঘাত হানে তবে ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এছাড়া শক্তিশালী এই কম্পনের জেরে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স এর মাদ্ধমে এ তথ্য জানা যায়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায় ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।
স্থানীয় বিএমকেজি সুনামি সেন্টারের প্রধান দারিয়োনো জানিয়েছেন, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। তবে ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) এই ভূমিকম্পের মাত্রা ৬.৩ বলে জানিয়েছে। এছাড়া কম্পনের ঘটনায় কোনও ধরনের সুনামির শঙ্কা নেই বলেও জানিয়েছে তারা।
বৃহস্পতিবারের এই ভূমিকম্পে পূর্ব নুসা টেংগারা প্রদেশের বেশ কয়েকটি শহরে তীব্রভাবে কম্পন অনুভূত হয়। স্থানীয় এস্টোন হোটেলের কয়েক`শ মানুষ আতঙ্কে সড়কে নেমে আসেন।
বিষয়: ইন্দোনেশিয়া ভূমিকম্প সুনামি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।