গাজায় এক মাসে নিহত ৪ হাজারের বেশি শিশু!

ফারহানা মির্জা | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩, ১১:০৫

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা।প্রায় এক মাস ধরে গণহত্যা চালাচ্ছে ইসরাইলের সেনারা। শিশু থেকে বৃদ্ধ কেউই ইসরাইলি বাহিনীর নৃশংসতা থেকে রেহাই পাচ্ছে না। চলমান সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে চার হাজার আটটি শিশু নিহত হয়েছে।

গেলো রোববার (৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ৯ হাজার ৭৭০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৮ জনই শিশু।

সবশেষ পাওয়া তথ্যমতে,আজ সোমবার (৬ নভেম্বর) সকালে গাজার জাওয়াইদা এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।এর আগে, রোববার (৫ নভেম্বর) বিকেলে সেন্ট্রাল গাজায় অবস্থিত বুরেজি শরণার্থীশিবিরে ইসরাইলের বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল আকসা হাসপাতাল।

এছাড়াও আলজাজিরার ভ্যারিফায়েড বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, বুরেজি শরণার্থীশিবিরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের হন্য হয়ে খুঁজছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মী ও বেসামরিকরা।সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ নিয়ে মোট তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরাইল। জাবালিয়া ও আল-মাগাজি শরণার্থীশিবিরের হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top