করোনার টিকা নিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ২০:৪১

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান

এবার করোনার টিকা গ্রহণ করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে একে পার্টির মুখপাত্র ওমর সেলিক জানান, দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকের পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, করোনার ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে জনগণের সংশয় দূর করতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত তুরস্কে করোনায় ২৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ইতোমধ্যে দেশটির প্রায় দুই লাখ স্বাস্থ্য কর্মী টিকা গ্রহণ করেছেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top