ইসরায়েলিদের অভিযানে নিহত গাজার কয়েকজন কমান্ডার
ফারহানা মির্জা | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩, ১২:০৭
গাজার প্রাণকেন্দ্রে চালানো অভিযানে হামাসের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে দাবি করেছে ইসরাইল। হামাসের একটি সামরিক ঘাঁটিও দখলে নেওয়ার দাবি করেছে তারা।এমনকি দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কয়েকজন নিহতও হয়েছেন। আল শাতি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
যদিও হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য ইসরাইলী প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অপরদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।
বিষয়: গাঁজা ইসরায়েলি বাহিনী জো বাইডেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।