ফাইজারের টিকা নিয়েও মারা গেলেন নরওয়ের ২৩ নাগরিক

ইন্টারন্যাশনাল ডেস্ক: | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২১, ২৩:২৩

ফাইজারের টিকা নিয়েও মারা গেলেন নরওয়ের ২৩ নাগরিক। যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জার্মানির বায়োনটেক কোম্পানীর যৌথ সমন্বয়ে উদ্ভাবিত করোনা টিকা নিয়ে মৃত্যুবরণ করেন নরওয়ের ২৩ নাগরিক। টিকা নেয়ার পর মৃত্যুবরণকারীদের শরীরে জ্বর এবং বেশ কিছু উপসর্গ দেখা দেয়।

নরওয়ের মেডিসিন এজেন্সির জানায়, ফাইজার-বায়োনটেকের করোনা টিকা বয়স্ক মানুষের  শরীরে বড় ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। টিকা নিয়ে মারা যাওয়া নরওয়ের ২৩ নাগরিকের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। নরওয়ে মেডিসিন এজেন্সির ডিরেক্টর স্ট্রেইনার ম্যাডসেন বলেন, ‘ঘটনার পর এখন বিবেচনার সময় এসেছে কাদেরকে টিকা দেয়া যেতে পারে’।

এদিকে দেশটির ইন্সটিটিউট ফর পাবলিক হেলথ জানায়, টিকা নেয়া ২৩ জন নরওয়ে নাগরিকের মৃত্যুতে বুঝা যায়, ফাইজার-বায়োনটেক করোনা টিকায় পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যেমে মারাত্মকত পরিণতি ডেকে আনতে পারে।

সূত্রঃ পার্সটুডে

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top