গাজায় দাফনের নেই কোন জায়গা

ফারহানা মির্জা | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৩, ১১:৫৭

ছবিঃ সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। বিমান হামলায় উপত্যকাটির বৃহত্তম আল-শিফা হাসপাতালের কার্ডিয়াক ওয়ার্ড এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে।

এছাড়া হাসপাতালের কার্যক্রম বন্ধ থাকায় মারা যাচ্ছে ইনকিউবেটরে থাকা নবজাতকরাও। এমনকি ইসরাইলি অভিযানের মুখে হাসপাতালটিতে থাকা একশর বেশি মরদেহের দাফনও করা যাচ্ছে না।

আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গাজার হাসপাতালগুলোর মহাপরিচালক মোহাম্মদ জাকোত বলেন, ‘এখানকার হাসপাতালগুলোয় এক ফোঁটা জ্বালানিও ঢুকতে দেয়া হয়নি। তিনি আরও বলেন, আল-শিফা হাসপাতাল নিরাপদ নয়। সেখানে মরদেহর কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আল-শিফা হাসপাতালে পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অপরিণত দুই নবজাতকও রয়েছে। এ হাসপাতালে শতাধিক মরদেহ পড়ে আছে। হামলার কারণে এসব মরদেহ দাফন করার মতো পরিস্থিতি নেই।

রোববারও দিনভর গাজা ভূখণ্ডে স্থল অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী। চলমান এ সংঘাতে অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাঁড়িয়েছে। আর আহত হয়েছেন অন্তত ৩০ হাজার মানুষ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top