যুদ্ধবিরতি শেষে ইসরায়েলি হামলায় নিহত ২১ ফিলিস্তিনি
রায়হান রাজীব | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩, ১৬:২৭
ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির বর্ধিত সময়সীমা শেষে শুক্রবার আবারো হামলা শুরু করেছে ইসরাইল। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই ঘণ্টারও কম সময়ে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে দুইজন, কেন্দ্রীয় গাজার আল-মাঘাজিতে সাতজন, দক্ষিণ গাজার খান ইউনিসে একজন, দক্ষিণ খান ইউনিসের হামাদ শহরে দুইজন, গাজার রাফাহতে নয়জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
এর আগে, ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তারা আবার যুদ্ধ শুরু করেছে। হামাস ইসরায়েল ভূখণ্ডে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।’ গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজ্জুউম জানান, হামাস সম্পৃক্ত মিডিয়ায় উত্তর গাজায় গোলাগুলি ও বিস্ফোরণের রিপোর্ট করেছে।
এদিকে বিবিসির লাইভ প্রতিবেদনেও বলা হয়েছে, দক্ষিণ গাজায় বেশ কয়েকবার বিমান হামলা চালানো হয়েছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে। বিবিসি জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছে এবং গাজা শহরে গোলাগুলিও হয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি।
এরপর প্রথমবারের মতো চারদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এরপর দুই দফায় তা তিনদিন বাড়ানো হয়। আজকেই সেই যুদ্ধবিরতির সময় শেষ হয়েছে এবং আবার লড়াই শুরু হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।