রাশিয়ায় ফেরা মাত্রই গ্রেপ্তার নাভালনি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২১, ১৯:১৭

রাশিয়ায় ফেরামাত্রই গ্রেপ্তার নাভালনি

জার্মানি থেকে স্বদেশ রাশিয়ায় ফেরা মাত্রই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি। যদিও তিনি আগে থেকেই জানতেন তাকে গ্রেপ্তার করা হতে পারে। রোববার রাতে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে নামার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ৪৪ বছর বয়সী নাভালনিকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখা গেছে। জার্মানি থেকে তার বিমান অবতরণ করার কথা ছিল নুকোভ বিমানবন্দরে। সেখানে তার সমর্থকরাও হাজির হয়েছিলেন স্বাগত জানাতে। কিন্তু রাশিয়া সরকার বিমানটিকে মস্কোর শেরেমিতিয়েভো বিমানবন্দরে অবতরণ করায়। সেখান থেকেই নাভালনিকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তারের আগে নাভালনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমি জানি আমি সঠিক পথেই রয়েছি। আমি কোনো কিছুকেই ভয় পাই না। আমার বিরুদ্ধে করা সকল মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া।

মস্কোর বিমানবন্দরে তার যে সমর্থকরা হাজির হয়েছিলেন তাদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভাব্য দাঙ্গার শঙ্কায় বিমানবন্দরে লোহার বেরিকেডও নেওয়া হয়।

এনএফ৭১/২০২১/আরএইচ




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top