• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


গাজা যুদ্ধে ৬৩ সাংবাদিক নিহত, নিখোঁজ ৩

রায়হান রাজীব | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৬

ছবি: সংগৃহীত

টানা সাতদিনের যুদ্ধবিরতি শেষে গত শুক্রবার সকাল থেকে গাজা ও ইসরায়েলের মধ্যে ফের তুমুল লড়াই শুরু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গতকাল সোমবার পর্যন্ত অন্তত ৬৩ সাংবাদিক এবং মিডিয়া কর্মী নিহত হয়েছেন। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

সিপিজের দেয়া তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত নিহত সাংবাদিকদের মধ্যে ৫৬ জন ফিলিস্তিন, চারজন ইসরায়েল ও তিনজন লেবাননের নাগরিক।

সিপিজের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা প্রোগ্রাম সমন্বয়কারী শেরিফ মনসুর বলেন, যে সাংবাদিকরা সঙ্কটের সময়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন তাদের সুরক্ষার বিষয়ে জোর দেয় সিপিজে। সাংবাদিক ও বেসামরিক ব্যক্তিদের যুদ্ধরত পক্ষের লক্ষ্যবস্তু করা উচিত নয়।

তিনি আরও বলেন, গাজার ওপর ইসরায়েলের এ হৃদয় বিদারক সংঘাত কভার করার জন্য এ অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছেন। বিশেষ করে যারা গাজায় সংবাদ কাভার করেন তারা আগেও খুব বেশি আত্মত্যাগ করেছেন এবং এখনো করে চলেছেন। তাদের জীবন হুমকির সম্মুখীন হওয়ার পরও তা করে চলেছেন।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top