১০ মাস পরে স্কুলে!

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ০১:০৮

দিল্লির শিক্ষার্থীরা ১০ মাস পরে স্কুলে

ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলোতে দীর্ঘ ১০ মাস পরে দেখা গিয়েছে শিক্ষার্থীদের। সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর স্কুল গুলো খুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো আবার খোলার বিষয়ে সম্মতি দেন।

তবে রাজ্য সরকার কিছু বিধিনিষেধ জারি করে স্কুল খোলার অনুমতি দিয়েছে। এই বিধিনিষেধের নাম স্ট্যান্ডার্ড অপারেশনাল পদ্ধতি (এসওপি)।

কোভিড পরিস্থিতিতে বিদ্যালয়গুলোকে এই এসওপিগুলো মেনে চলতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও নজর দিতে হবে বিষয়গুলোতে।

প্রায় ১০ মাস পর শিক্ষার্থীরা স্কুলে আসায় রাজ্যর উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া টুইটে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটে লেখেন, 'দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুভকামনা। ১০ মাস পরে আজ তারা বিদ্যালয়ে এসেছে...যদিও সবাই নিয়মের কারণে আসতে পারছে না; তবু আমি আনন্দিত যে আজ স্কুলগুলো আবার খুলেছে।'

করোনা সংক্রমণ কমে আসায় দিল্লির স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে সংক্রমের হার যেসব এলাকায় বেশি, সেখানকার স্কুলগুলো এখনো খোলা হয়নি। পরিস্থিতি বিবেচনায় পরে এ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

শিক্ষার্থীরা বর্তমানে এসওপি মেনে কেবল মা–বাবার লিখিত অনুমতি নিয়ে স্কুলে যেতে পারছে। যেসব শিক্ষার্থীর মা–বাবার দেওয়া সম্মতিপত্র নেই, তাদের বিদ্যালয়ের ঢুকতে দেওয়া হচ্ছে না। 

নতুন নিয়মে স্কুলে অ্যাসেম্বলি ও অতিরিক্ত পাঠ্যক্রম পড়ানো যাবে না। স্কুলগুলো শুধু প্রয়োজনীয় ক্লাস এবং অনুশীলনের জন্য খোলা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top