বাংলাদেশ নিয়ে ট্রল
মাঞ্চু দাদার ভাগ্যে কী এই ছিলো!
রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০৫
কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ পরিচিত নিহার বাগচী ওরফে মাঞ্চু দাদা। তিনি ভারতের উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় সবার মুখে মুখে এখন একটাই নাম মাঞ্চু দাদা। যাই হোক আসল কথায় আসি। কিছুদিন আগে একটা সংলাপ ছড়িয়ে পড়েছিলো নেটপাড়ায়। যার শিরোনাম ছিলো- বাংলাদেশ মজা নিচ্ছে। এই তোদের লজ্জা নেই।
বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের দিকে এই ডায়লগ মেরেছিলেন ভারতের মাঞ্চু দাদা। ভারতের দয়ায় স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ- এই বলে ভেংচি কেটেছিলেন তিনি। শুধু তাই নয় বাংলাদেশের নানা বিষয় নিয়ে ট্রল করতে দেখা যায় তাকে।
ঘটনাটি বুঝতে গেলে আর একটু অতীতে যেতে হবে। ভারতে আয়োজন করা হয়েছিল এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। খেলায় ৬ উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছিলো অস্ট্রেলিয়া।
সেই খেলা কেন্দ্র করে অনেক বাংলাদেশী পক্ষ নেন অস্ট্রেলিয়ার। দেশটির বিজয়ে তারা উল্লাস করেন। এখানেই ঘটে বিপত্তি- তেড়ে আসেন মাঞ্চুদাদা। বাংলাদেশকে নিয়ে ট্রলযুদ্ধে নেমে পড়েন তিনি। পরে অবশ্য ভুল স্বীকার করে ক্ষমাও চান মাঞ্চু দাদা।
সবকিছু যখন স্বাভাবিক হতে চলেছে ঠিক তখনই ঘটে গেলো আর একটা নতুন ঘটনা। ফেসবুক থেকে উধাও হয়ে গেছে মাঞ্চুদার আইডি। এ ঘটনায় গভীর কান্নায় ভেঙ্গে পড়েছেন তিনি। মাঞ্চুদার ফলোয়ার ছিলো ১.৩ মিলিয়ন।
এর আগে, ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে ম্যাচ শেষে গ্যালারিতে বাংলাদেশ দলের সমর্থকদের প্রতীকী বাঘ ছিঁড়ে ফেলেন ভারতের সমর্থকরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।