পাকিস্তানের নির্বাচনে প্রথমবারের মতো লড়ছেন এক হিন্দু নারী
রায়হান রাজীব | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৭
পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নিচ্ছেন একজন হিন্দু নারী। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলার সাভেরা পারকাশ আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাভেরা। বুনের জেলায় পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক পদে আছেন তিনি।
সাভেরা অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ২০২২ সালে এমবিবিএস সম্পন্ন করেছেন। তাঁর বাবা ওম পারকাশ সদ্য অবসরে যাওয়া চিকিৎসক। তিনিও ৩৫ বছর ধরে পিপিপির সক্রিয় সদস্য। দরিদ্রদের চিকিৎসাসেবা নিশ্চিতে বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান সাভেরা।
তিনি বলেন, ‘মানুষের সেবা করা আমার রক্তে মিশে আছে।’ পাকিস্তানের সরকারি হাসপাতালগুলোর অপর্যাপ্ত সেবা ব্যবস্থা, অসহায়ত্ব তাঁকে নির্বাচনে প্রার্থিতা করার প্রত্যয় যুগিয়েছে বলে জানান সাভেরা। তিনি আশা করেন, নির্বাচিত হলে সরকারি স্বাস্থ্য খাতে পরিবর্তনের জোর প্রচেষ্টা করবেন। এছাড়া নারীদের উন্নয়ন, নিরাপদ পরিবেশ নিশ্চিতে এবং তাঁদের অধিকারের পক্ষে কথা বলতে চান।
স্থানীয় রাজনীতিক ও কওমি ওয়াতান পার্টির সদস্য সেলিম খান বলেন, বুনেরা জেলা থেকে সাভেরাই প্রথম কোনো নারী, যিনি সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তানের সাধারণ নির্বাচন কমিশন (ইসিপি) সাম্প্রতিক এক সংশোধনীতে সাধারণ আসনে ৫ শতাংশ নারী প্রার্থী অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।