মালদ্বীপের পথে চীনের জাহাজ, মাথা ব্যাথা ভারতের!

রাশেদ রাসেল | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৪, ১৪:৫৯

ছবি: সংগৃহীত

চীন-ভারত বৈরী সম্পর্ক বহুদিনের। সিমান্ত নিয়ে মাঝেমধ্যেই উত্তাপ ছড়ায় দুই দেশের সম্পর্কে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতের মাথা ব্যাথা নতুন করে বাড়িয়ে দিলো চীন। চীনের রাজধানী মালের নামের একটি গবেষণা জাহাজ মালদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেছে।

সিয়াং ইয়াং হং-০৩ নামের জাহাজটি ভারত মহাসাগর অঞ্চলে জরিপ অভিযান চালাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ গবেষণা পরবর্তীতে চীন সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে ভারত। তাই এ জাহাজের কার্যক্রম নিয়ে খুবই সর্তক অবস্থানে রয়েছে দেশটি।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের মন্ত্রীদের অপমানজনক মন্তব্য এবং ভারতীয় সেনাদেরকে মালদ্বীপ ছেড়ে চলে যাওয়ার জন্য আলটিমেটাম নিয়ে দুদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। ভারতজুড়ে চলছে মালদ্বীপে ভ্রমণ বয়কটের ডাক। এমন প্রেক্ষাপটে এ ভারতের মাথা ব্যাথা বাড়িয়েছে চীনের সিয়াং ইয়াং হং-০৩ গবেষণা জাহাজটি। ভারতের এক সামরিক কর্মকর্তা এই বক্তব্য নিশ্চিত করে জানিয়েছেন এবং বলেছেন, তারা জাহাজটির গতিবিধি নজরে রাখছেন।

ভারত এও বলছে, জাহাজটি সামরিক জাহাজ নয়। তবে এসব জাহাজের গবেষণা সামরিক কাজে ব্যবহার হতে পারে বলে ভারত ও অন্যান্য দেশগুলো উদ্বিগ্ন।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top