ইসরাইলি বর্বরতা চলছেই, গাজায় নিহত ২৭ হাজার
রাশেদ রাসেল | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৩৯
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যহত রয়েছে। ইসরাইলি হামলার ১১৭তম দিন পার করেছে গাজাবাসী। এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ২৭ হাজারে পৌঁছেছে। আহত হয়েছেন আরও প্রায় ৬৬ হাজার মানুষ। যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ১৬টি ‘গণহত্যা’ চালিয়েছে। যার ফলে ১৫০ জন নিহত এবং আরও ৩১৩ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে... এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও এতে জানানো হয়েছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।